পাবনায় নিখোঁজের ৪ দিন পর মিলল স্কুলছাত্রের লাশ
নিখোজের চার দিন পর পাবনায় এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে। পুলিশ খুনি সন্দেহে দুই সহপাঠীকে আটক করেছে। নিহত আশিক মাহমুদ অনি (১৪) আতাইকুলার দুবলিয়া গ্রামের রবিউল প্রামানিকের ছেলে। দুবলিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সে।
পুলিশ গ্রামের একটি হলুদক্ষেত থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাটির নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আতাইকুলা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অনি সোমবার সন্ধ্যায় দুবলিয়া বাজারের একটি দোকানে বসে ছিল। এ সময় ফোনকল পেয়ে চলে যায়। পরে আর বাড়ি ফেরেনি। ওই রাতেই অনির মুঠোফোন থেকে একটি এসএমএস আসে, ‘বাবা আমি ঢাকা যাচ্ছি। আমার কিছু ভালো লাগে না।’
এরপর কয়েকটি ফোন থেকে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করা হয়। শুক্রবার সকালে দুবলিয়া পুলিশ ক্যাম্পের দেড়শ মিটার দূরে বাগানের ভেতর টানাহেঁচড়ার চিহ্ন দেখে পুলিশে জানায় স্থানীয়রা। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান বলেন, “পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কারা কেন হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। আশা করছি দ্রুত খুনি শনাক্ত হবে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে বরে জানালেও তাদের পরিচয় বলেনি।
ওসি মনিরুজ্জামান বলেন, “হত্যায় জড়িত সন্দেহে অনির দুই সহপাঠীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই