বিজয় চিহ্ন দেখিয়ে নৌকার প্রচারণায় মেয়র লিটন
রাজশাহী নগরের ৩০ নং ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণ চালিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নৌকার ভোট চান।
এ সময় ভোটারও সিটি করপোরেশনের মত সংসদ নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আশ^াস দিয়ে বিজয়সূচক ভি চিহ্ন দেখান। সঙ্গে সঙ্গে মেয়র খায়রুজ্জামান লিটনও বিজয়সূচক ভি চিহ্ন দেখিয়ে ভোটারদের স্বাগত জানান।
বুধবার দুপুরে রাজশাহী-২ (সদর) আসনের ১৪ দল ও মহাজোটের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের পক্ষে নগরীর ৩০নং ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন ১৪ দলের রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
গণসংযোগ চলাকালে বুধপাড়া, মোহনপুর, ফলবাগান, কৃষি ফার্ম এলাকাসহ আশপাশের এলাকায় ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম তেতু, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৩০ নং ওয়ার্ড (দক্ষিন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৩০ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।
অন্যদিকে নগরীর বুধপাড়া লেভেল ক্রসিং এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারটি পরিদর্শন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন তিনি।

কোন মন্তব্য নেই