৭ ধরনের কর্মী যারা কোম্পানির জন্য বিপদজনক।
১। স্বাভাবিক সন্দেহভাজন:
- যারা চুরি করে
- কাজ ঠিক মত করেনা
- ড্রেস আপ ঠিক নেই এবং
- ব্রেন জিনিস টাই নেই।
২। স্বঘোষিত নৈতিকতার দেবতাঃ
- যে নিজের কাজ বাদ দিয়ে অন্যরা কি ভুল করল, কে দেরী করে আসল, কে কম কাজ করল ইত্যাদি নিয়ে অভিযোগ দেয়।
- যে নিজে থেকেই অন্য সবার কাজের ভুল ধরার দায়িত্ব নিয়ে নেয়।
এরা টিম বিল্ডার নয়, বরং মোড়াল টাই ডাউন করে দেয়।
৩। অফিশিয়াল শিশুঃ
- সবসময় ইন্সিকিউর, ব্যর্থতা লুকাতে যে কোন কিছু করে
- অন্যকে দোষ দেয়, এক্সকিউজ খুঁজে, অন্যের স্বাধীনতায় বাধাঁ দেয়
- অন্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে
নিজেকে নিয়ে দুর্বল ধারনা করা বাদে এদের কোন ভাল গুন নেই।
৪। নেগেটিভ মানুষঃ
- সবকিছুতে আগে নেগেটিভ দেখে
- বলে বাস্তবিক, আসলে দল ভাঙ্গে এরাই
কিভাবে তাদের আচরণ অন্যদের কাজে এফেক্ট করছে তা এদের বুঝানো সম্ভব নয়।
৫। সবজান্তাঃ
- সবসময় বলবে কেন কোন কাজ করা অসম্ভব, কিন্তু কোন সমাধান দিবেনা।
জিনিয়াস সমাধান দেয়, শুধু সমস্যা খুঁজেনা। এরা জিনিয়াস না।
৬। ইয়েস ম্যানঃ
- সব আইডিয়া, সব কথার সুনাম করে।
- প্রয়োজনের সময় সৎ, সঠিক পরামর্শ দিবেনা।
৭। যারা বদলাবেনাঃ ভুল সবারই হয়, কিন্তু যারা দোষ মেনে নিয়ে নিজেকে পরিবর্তনই করতে চাইবেনা।

কোন মন্তব্য নেই