মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মিলাদ মাহফিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মিলাদ মাহফিল


মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (স.) উপলক্ষে উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে মিলাদ মাহফিল, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক মেয়র এম মনজুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য দিদারুল আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইউনুছ রিজভী। মিলাদ মাহফিল অনুষ্ঠানে মহানবী (সঃ) এর সীরাত ও নবুয়্যতের ওপর আলোচনা করেন তিনি।



সংসদ সদস্য  দিদারুল আলম বলেন, রবিউল আউয়াল মাসে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সঃ) জন্মগ্রহণ করেন। তাই এ মাসের ফজিলত অনেক বেশি। মহানবীর আদর্শ অনুসরণ ও অনুকরণ প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য।

তিনি বলেন, পাঁচ বছর সংসদ সদস্য ছিলাম। ব্যাপক উন্নয়ন হয়েছে চট্টগ্রাম-৪ আসনে। শুধু এ এলাকায় নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রচুর উন্নয়ন হয়েছে সারাদেশে। বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

দিদারুল আলম বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবারও এ আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি।

এম মনজুর আলম বলেন, খুবই তাৎপর্যপূর্ণ মাস মাহে রবিউল আউয়াল। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে আমরা দেখিনি। কিন্তু তার উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে অনুসরণ করা ও তার দেখানো পথে জীবন অতিবাহিত করা।



আকবরশাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুলতান আহামদ, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই