গুগল ম্যাপ দেখে সড়কে চলতে গিয়ে ৩০ ফুট গভীর খাদে গাড়ি নিয়ে পড়ে যান তিন বন্ধু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গুগল ম্যাপ দেখে সড়কে চলতে গিয়ে ৩০ ফুট গভীর খাদে গাড়ি নিয়ে পড়ে যান তিন বন্ধু


ছবি : প্রতিকৃতি
গুগল ম্যাপ দেখে সড়কে চলতে গিয়ে ৩০ ফুট গভীর খাদে গাড়ি নিয়ে পড়ে যান তিন বন্ধু। ভারতের কেরালার পালামট্টম-অবলিচল রোডের ইনজাথোট্টির কাছে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, দুর্ঘটনার শিকার তিন বন্ধু হলেন- গোকুলদাস, ইসাহক এবং মুস্তফা, তারা ত্রিশূরের ওয়াক্কানচেরির বাসিন্দা। স্থানীয়রা উদ্ধার করায় প্রাণে বাঁচলেও ওই তিনজন বুকে ও মাথায় আঘাত পেয়েছেন।


খবরে বলা হয়, ‘ত্রিশূর থেকে মুন্নার যাওয়ার জন্য শর্টকাট এই রাস্তা ধরেছিলেন তারা। অচেনা রাস্তা হওয়ায় গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন।

যুবকরা জানিয়েছেন, পালামট্টম-অবলিচল রোড ধরে যাওয়ার সময় হঠাৎ মাঝ রাস্তায় একটি বিশাল খাদ নজরে আসে তাদের। কিন্তু গাড়ি তখন খাদের প্রায় কিনারায় চলে যায়। চালকের আসনে থাকা যুবক ব্রেক কষে গাড়ি থামানোর চেষ্টা করেও পারেননি। নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনকে নিয়ে গাড়িটি পড়ে যায় ওই খাদে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।

কোন মন্তব্য নেই