ওপেক থেকে প্রত্যাহার করতে যাচ্ছে কাতার
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অরগানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজে (ওপেক) থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে যাচ্ছে কাতার। আগামী বছর জানুয়ারিতে ওপেকের সঙ্গে ৫৭ বছরে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে তারা।সোমবার ওপেক থেকে বেরিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন দেশটির জ্বালানি মন্ত্রী ড. সাদ-আল-কবি।জি-নিউজ জানায়, ২০১৭ সাল থেকে কূটনৈতিক এবং রাজনৈতিক সংকটে ভুগছে আরব উপসাগরীয় দেশ কাতার। সন্ত্রাসবাদ ইস্যুতে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত।
ওপেক থেকে প্রত্যাহার করতে যাচ্ছে কাতার এছাড়াও কাতারের উপর চাপানো হয় একাধিক নিষেধাজ্ঞা।ওপেক কাতারের বেরিয়ে আসার এটি অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ওপেক থেকে কাতার বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেও চলতি সপ্তাহে ভিয়েনায় অনুষ্ঠিত ওপেক সম্মেলনে তারা অংশ নিবে বলে জানিয়েছে আবদুল্লা বিন নাসেরের সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেরিয়ে আসার সিদ্ধান্ত এতটাই সহজ ছিল না। তবে, ওপেক থেকে বেরিয়ে এলেও তেল উৎপাদনে এর কোনও প্রভাব পড়বে না বলে জানায় কাতার।

কোন মন্তব্য নেই