কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাবে ইরান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ আগামী কয়েকদিনের মধ্যে কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাবে। গতকাল (বুধবার) মন্ত্রিসভার বৈঠকের পর তিনি একথা জানান।



জেনারেল হাতামি বলেন, ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপনের আগেই ইরান এ স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে। তিনি জানান, ইরানের তৈরি সাফির ক্যারিয়ারে করে নতুন এ স্যাটেলাইট পাঠানো হবে এবং এটি মহাকাশের ২৬০ কিলোমিটার গভীরে যাবে। এছাড়া, চলতি মাসে ইরান একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠায় কিন্তু শেষ মুহূর্তে কিছু ত্রুটির কারণে তা সফল হয় নি। জেনারেল হাতামি বলেন, ওই স্যাটেলাইটের ত্রুটি চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরি তা আবারো উৎক্ষেপণ করা হবে।


কয়েক দিন আগে ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের উপদেষ্টা সাইয়্যেদ হোসেইনি মুসাভি জানিয়েছিলেন, ইরান শিগগিরি ‘পাইয়াম’ (বার্তা) এবং ‘দোস্তি’ (বন্ধুত্ব) নামে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।-পার্সটুডে


কোন মন্তব্য নেই