বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএর সাথে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের বাগ্বিতণ্ডা
আজ বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়ায় যান। তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।বগুড়া শহরতলির মমো ইন হোটেলের লিফটে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরে মির্জা ফখরুল। তবে কী নিয়ে এই বিতণ্ডা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লিফটে অবস্থানকালে হঠাৎ করেই কিছু একটা নিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।লিফটে থাকা অন্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে একপর্যায়ে সাইফুলের জ্যাকেটের কলার চেপে ধরেন মির্জা ফখরুল।

কোন মন্তব্য নেই