মাতালের ধর্ষণে গর্ভবতী ছাগলের মৃত্যু!
ফের পশুর ওপর অত্যাচারের আরেকটি ঘটনা প্রকাশ্যে এলো। মদ্যপের হাতে ধর্ষণের শিকার হলো এক গর্ভবতী ছাগল। এমনিতেই ১৬টি কুকুরছানা হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে কলকাতা। এরই মধ্যে ঘরে পালিত প্রাণীর ওপর এমন বিকৃত মানসিকতার অত্যাচারের ঘটনা প্রকাশ পেলো।
যদিও এবার ঘটনাস্থল কলকাতা নয়, বিহারে। সেখানে মদ্যপের হাতে ধর্ষণের শিকার এক গর্ভবতী ছাগল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এবেলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার বিকালে। পাটনার পরসা বাজারের এক বাসিন্দা অনেক খোঁজাখুজির পরও তার ছাগলটির কোনো হদিশ পাচ্ছিলেন না। পরের দিন সকালেই নিজ বাড়ির সামনে ছাগলটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই নারী। এর পরেই পুলিশ অভিযোগ জানান তিনি।
তদন্তে নেমে পুলিশ মহম্মদ সিমরাজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সিমরাজ পেশায় ঠিকাদার। তিনি মদ্যপ অবস্থায় গর্ভবতী ছাগলটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। লাগাতার যৌন অত্যাচারে অসুস্থ হয়ে মারা যায় ছাগলটি। শেষে মালিকের বাড়ির সামনেই ছাগলটিকে ফেলে চম্পট দেয় অভিযুক্ত।
ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে সে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন ওই মহিলা। তবে এই ঘটনা এবারই প্রথম নয়, গত বছর জুলাই মাসে হারিয়ানায় এক গর্ভবতী ছাগলকে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরে তদন্তে নেমে আট জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কোন মন্তব্য নেই