দুর্নীতিবাজ ধরতে চট্টগ্রামে ৯৩টি সেবা সংস্থায় দুদকের জাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুর্নীতিবাজ ধরতে চট্টগ্রামে ৯৩টি সেবা সংস্থায় দুদকের জাল


চট্টগ্রাম কাস্টম হাউজ। আমদানি-রপ্তানির প্রধান এই দফতরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বহু পুরনো।


গেল ১০ জানুয়ারি, ঘুষের প্রায় ৬ লাখ টাকাসহ আটক হন কাস্টমসের রাজস্ব সহকারি। দুদক জানিয়েছে, দুর্নীতির গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে তার কাছ থেকে।

তথ্য অনুযায়ী, ঘুষের টাকাগুলো যাওয়ার কথা আরো ৪-৫ কর্মকর্তার পকেটে। সবমিলে এ ঘটনার সাথে বিভিন্ন পর্যায়ের ১০-১২ কর্মকর্তার সম্পৃক্ততা খতিয়ে দেখছে দুদক।

শুধু এই রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠানটিই নয়, ঘুষ-দুর্নীতির বহু অভিযোগ চট্টগ্রামের ৯৩টি সেবাসংস্থা-প্রতিষ্ঠানের কতিপয় কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্নীকিবাজদের ধরতে এসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে জালি বিছিয়েছে দুদক।      



তবে বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটক করতে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতির বিষয়টি শিথিল করা জরুরি। নাহলে সুফল মিলবেনা দুর্ণীতিবিরোধী অভিযানে।  

চট্টগ্রাম মহানগরে এখন ৫৪টি দুর্নীতির মামলা তদন্ত করছে দুদক। আর অনুসন্ধান চলছে ৮২টির।


কোন মন্তব্য নেই