রাজশাহীতে বিনিয়োগের আগ্রহী কানাডা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে বিনিয়োগের আগ্রহী কানাডা

ব্যবসায়, শিক্ষা ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনওয়া প্রিফোনটাইন। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে মেয়রের দপ্তরকক্ষে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার হাই কমিশনার বেনওয়া প্রিফোনটাইন। কানাডার শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে প্যানেল মেয়র রাজশাহীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের প্রস্তাব করেন।


রাজশাহীতে ব্যবসা, শিক্ষা ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে কানাডার হাই কমিশনার বলেন, নারী পুরুষের সমঅধিকার, কর্মক্ষেত্রে নারীদের সুযোগ সৃস্টি করতে তাদের স্বাবলম্বী করতে হবে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি। এ সময় তিনি রাজশাহীর সুন্দর পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন ঢাকার বাইরে কক্সবাজার বা সিলেটে যান। এবারই প্রথম তিনি রাজশাহীতে এলেন। রাজশাহীতে এসে মুগ্ধ হয়েছেন। নগরীর রাস্তা ঘাট পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সবুজের কাজ দেখে প্রশংসা করেছেন। রাজশাহী থেকে কানাডায় উচ্চ শিক্ষা লাভে সহয়তা করবেন বলে আশ^াস প্রদান করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম।

কোন মন্তব্য নেই