স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর



ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয়  সরকারকে আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘জেলাভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে। মন্ত্রণালয়ের কর্তাদের আরও বেশি শ্রম দিতে হবে দেশের উন্নয়নে।’

রোববার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ওয়ে আগে সকাল ১০টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আসেন।

মন্ত্রনালয়ের সব কাজ পরিকল্পিতভাবে করার নিদেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুপেয় পানি, স্যানিটেশন, রাস্তার উন্নয়ন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। উপজেলাভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির নিদেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই