'চট্টগ্রামে বিমান ছিনতাইকারী যুবকের কাছে ছিল খেলনা পিস্তল'
নিহত যুবকের ছবি প্রকাশ
বাংলাদেশের চট্টগ্রামে বিমান ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত যুবকের হাতে থাকা অস্ত্রটি 'খেলনা পিস্তল' বলে জানিয়েছে পুলিশ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার জিম্মি সঙ্কটের অবসানের পর রোববার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান বলেন, “তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে এটা ফেইক, খেলনা পিস্তল।”
তিনি আরও বলেন, “পুলিশের এখন তদন্ত শুরু হল। তার পরিচয় এখনও নিশ্চিত করে কিছু পাওয়া যায়নি। তবে এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই পাওয়া যাবে।”
মাহবুবর রহমান
এর আগে রোববার সন্ধ্যায় শাহ আমানত বিমানবন্দরে যৌথ বাহিনীর অভিযানে সন্দেহভাজন ছিনতাইকারী মাহাদী নিহত হন। এ বিষয়ে ২৪তম পদাতিক ডিভিশনের জিওসি এবং চটগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে জানান, "আমরা তাকে আহত অবস্থায় আটক করেছিলাম। পরে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। ছিনতাইকারীর নিজের নাম বলেছে ‘মাহাদি’। বয়স ২৫। তিনি বাংলাদেশের নাগরিক। তাঁর কাছে একটি পিস্তল ছিল। তার দাবি ছিল, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে চান।"
এসএম মতিউর রহমান
বিমানের এই ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়
নিহত যুবকের নাম মাহাদি বলা হলেও টিকিটে তার নাম মো. মাজিদুল বলে জানা গেছে। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়ানি। ইতোমধ্যে তার ছবি প্রকাশ করা হয়েছে।
বিমান ছিনতাইয়ের এই ঘটনা তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।-পার্সটুডে
কোন মন্তব্য নেই