রোহিঙ্গা সংকট সমাধানে পদক্ষেপ নিতে হবে মিয়ানমার সরকারকেই জেলি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোহিঙ্গা সংকট সমাধানে পদক্ষেপ নিতে হবে মিয়ানমার সরকারকেই জেলি


রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন হলিউড তারকা ও জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জেলি।

গতকাল কক্সবাজারে পৌঁছার পর আজ বিকালে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা এখনি ফিরে যেতে পারবেন না। তাদের ফেরানোর পরিবেশ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা ভিটামাটি হারা। তাদেরকে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন করতে হবে মিয়ানমার সরকারকেই। তিনি রোহিঙ্গাদের পাশে আছেন বলেও জানান।

এর আগে সকালে উখিয়ার কুতুপালং ডি ব্লকসহ চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এই হলিউড সুপার স্টার। সেখানে রোহিঙ্গা শিশুদের সাথে কিছু সময় কাটান। রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার নারী পুরুষদের কাছে শোনেন মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের গল্প।


আগামীকাল ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার কথা রয়েছে জোলির।

কোন মন্তব্য নেই