আফ্রিদি ও অর্থমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আফ্রিদি ও অর্থমন্ত্রী


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় বারের মতো শিরোপা ঘরে তুলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের মালাকিধীন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে তামিম ইকবালের ঝড় ব্যাটিংয়ে শক্তিশালী ঢাকাকে ১৭ রানে পরাজয় করে কুমিল্লা।


শুক্রবার (৮ ফেব্রুয়ারি) মেয়ের দলের খেলা দেখতে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।টসে হেরে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই ঢাকাকে জিততে হলে করতে হবে ২০০ রান। এমন পাহাড়সম রান তারা করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে ঢাকা ডায়নামাইটস। যার ফলে ১৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিকে শিরোপা জয়ের উল্লাস মেতে উঠেন তামিম-ইমরুলরা। সেইসঙ্গে গ্যালারিতে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শকরা। এ সময় ভিআইপি গ্যালারি থেকে মাঠে নেমে আসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তামিম-ইমরুলদের সাথে বিজয় উল্লাসে তিনিও শরিক হন। এর মধ্যে দেখা যায় পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে জড়িয়ে ধরেন তিনি।

খেলার মাঠে আফ্রিদিকে জড়িয়ে ধরার ছবিটি ইতোমধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও স্পিন আর বিধ্বংসী ব্যাটিং দিয়ে এখনও টি-টোয়েন্টিতে দারুণ কার্যকর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।


কোন মন্তব্য নেই