ইমরান খানকে ‘নায়ক’ বললেন এরদোয়ান
ভারতের পাইলট আটকের পরও শান্তি প্রস্তাব দেয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে নায়ক হিসেবে সম্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ইমরান খানের সঙ্গে টেলিফোন আলাপে তার ভূয়সী প্রশংসা করেন।
ইমরান খান বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দেন। ভাষণে তিনি শান্তির পক্ষে নিজেদের জোরালো অবস্থান ব্যক্ত করেন। ভারতকে শান্তির প্রস্তাব দেন।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মনোভাবের প্রশংসা করে করে একে রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এরদোয়ান।
ইমরান খানের দল পিটিআই এই ফোনালাপ নিয়ে একটি টুইট করেছে। সেখানে তারা ইমরান ও এরদোয়ানের হাত মেলানো অবস্থার একটি ছবিও দিয়েছে।
কোন মন্তব্য নেই