অপরিচিত নাম্বারে কখনোই কল ব্যাক নয়
এমনটা হয়তো আমাদের সবারই হয়েছে। ফোনের স্ক্রিনে অপরিচিত একটা নাম্বারের মিসড কল উঠে আছে। আপনি ভাবলেন, আচ্ছা হয়তো পরিচিত কারো নাম্বার, সেভ করা নেই। ফোন দিয়ে বসলেন নাম্বারটাতে। তা ভুলেও করা যাবে না! কিন্তু কেন?
আপনি হয়তো ভাবছেন এই কল এসেছে আপনার পরিচিত কারও থেকে। আসলে কিন্তু তা নয়। এমনকি বিদেশ থেকেও দেশি নাম্বারে প্রতারকদের কল আসতে পারে। চেনা চেনা লাগছে এমন নাম্বার দেখলে আপনি ভাববেন, হয়তো জরুরি একটা কল মিস হয়ে গেছে। ওই নাম্বারে কল ব্যাক করলে কিন্তু ক্ষতি হতে পারে আপনারই।
প্রথমত, ওই প্রতারকরা জেনে যাবে যে আপনি একজন নারী বা পুরুষ যে এই নাম্বারটা ব্যবহার করছেন, এবং এটা কোনো প্রতিষ্ঠানের নাম্বার নয়। এমনকি আপনি অপরিচিত নাম্বারে ফোন করতে আপত্তি করেন না, এটাও তারা বুঝে যাবে। এতে তারা অন্য আরেক সময়ে আপনাকে ফোন করে প্রতারণার ফাঁদে ফেলতে পারে।
শুধু তাই নয়, এভাবে তারা আপনার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। ন্যাশনাল আইডি নাম্বার বা ক্রেডিট কার্ডের নাম্বার নিয়ে নিতে পারে। কখনো কখনো আপনার কণ্ঠস্বর ব্যবহার করেও তারা প্রতারণা করতে পারে।
মূল কথা হলো, এসব অপরিচিত নাম্বারে ফোন করা এড়িয়ে যাওয়াই আপনার জন্য ভালো। যদি তা আসলেই জরুরি কিছু হয়, তাহলে আবারো ওই নাম্বার থেকে আপনাকে ফোন করা হবে বা টেক্সট দেওয়া হবে। তখনই আপনি যাচাই করে নিতে পারবেন তা আপনার পরিচিত কারো নাম্বার কিনা।
সূত্র: রিডার্স ডাইজেস্ট
কোন মন্তব্য নেই