ডাবল সেঞ্চুরিতে উইলিয়ামসনের রেকর্ড
আগের দিন সেঞ্চুরির কাছে গিয়ে অপরাজিত ছিলেন। আজ সেটিকে সেঞ্চুরির পর ডাবলে রুপ দিলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক গড়লেন বেশ কিছু রেকর্ড।
বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসন। ৯৩ রান নিয়ে দিন শুরু করে অপরাজিত ছিলেন ঠিক ২০০ রানে। নিউজিল্যান্ড তাদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ছুঁয়েছে সাত শ।
২৫৭ বলে ১৯ চারে অপরাজিত ২০০ রানের ইনিংসটি খেলার পথে নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেছেন উইলিয়ামসন, সেটি আবার দেশের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে। ১২৬ ইনিংসে মাইলফলক ছুঁয়ে উইলিয়ামসন পেছনে ফেলেছেন রস টেলরের ১৪৫ ইনিংসের রেকর্ড।
প্রথম ব্যাটসম্যান হিসেবে সেডন পার্কে ডাবল সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে স্টিফেন ফ্লেমিংয়ের ১৯২ ছিল এই মাঠে আগের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানে ১৭৬ রান করে আউট হয়ে গিয়েছিলেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ২০টি সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন উইলিয়ামসন।
কোন মন্তব্য নেই