কথাবার্তা বলছেন ওবায়দুল কাদের, আইসিইউ থেকে কেবিনে নেয়া হবে সোমবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ক্রম উন্নতি হচ্ছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। আগামীকাল সোমবার তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী আজ রোববার সকালে এসব তথ্য জানান।
গত ৩ মার্চ বাসায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল ওবায়দুল কাদেরের দেখভাল করছে। প্রতিদিনই চিকিৎসকদের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের আপডেট দেওয়া হয়।
আজ সকালে চিকিৎসক দলের জ্যেষ্ঠ সদস্য ডা. সিবাস্টিন কুমার সামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাস্থ্যের উন্নতির কথা জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটি নেতারা।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী আজ রোববার সকালে এসব তথ্য জানান।
গত ৩ মার্চ বাসায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল ওবায়দুল কাদেরের দেখভাল করছে। প্রতিদিনই চিকিৎসকদের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের আপডেট দেওয়া হয়।
আজ সকালে চিকিৎসক দলের জ্যেষ্ঠ সদস্য ডা. সিবাস্টিন কুমার সামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাস্থ্যের উন্নতির কথা জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটি নেতারা।
কোন মন্তব্য নেই