চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে : এমপি জেসি
চাঁপাইনবাবগঞ্জে একটি সরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার চেষ্ঠা করা হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি।
তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ২০ লক্ষ জনগণের বসবাস। এ জেলায় একটি মাত্র বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাতে গরীব লোকজনের ছেলেমেয়ের পড়ালেখা করা কষ্টসাধ্য। যদি চাঁপাইনবাবগঞ্জে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তবে এলাকার গরীব ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। যা শিক্ষার মান বাড়াতে সহায়ক হবে। জেলার উন্নয়নে আমার আন্তরিকতা সবসময় আছে এবং থাকবে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি জানান, শিক্ষার্থীদের ভালভাবে মনোযোগ দিয়ে পড়াশুনা করাতে হবে। যাতে তারা পড়াশুনা করতে করতে ঝড়ে না পড়ে। তিনি জেলার ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের সাবধান করে বলেন আপনারা এ ব্যবসা থেকে সরে আসেন না হয় লিস্ট করে প্রশাসনের সহায়তা নিয়ে আপনাদের দমন করা হবে। জেলার সরকারি কর্মকর্তাদের তিনি দুর্নীতি করতে নিষেধ করেন না হয় তাদের প্রমান পেলে জনগণের সামনে বিচার করে জেল হাজতে পাঠানো হবে শনিবার বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন, আ. ম ম মেসবাহুল হক বাচ্ছু ডাক্তারের ছেলে মেসবাহুল সাকের জ্যোতি, প্রকৌশলী আশরাফুল ইসলাম, ফেরদৌসি ইসলাম জেসির স্বামী সাইফুল ইসলাম, অধ্যক্ষ নাজমুল হক।
অনুষ্ঠানে ছিলেন, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এরফান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী।
কোন মন্তব্য নেই