সিংহাসন ছেড়ে দিলেন জাপানের সম্রাট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিংহাসন ছেড়ে দিলেন জাপানের সম্রাট



সিংহাসন ছেড়ে সরে দাঁড়িয়েছেন জাপানের সম্রাট আকিহিতো। মঙ্গলবার রাজধানী টোকিওতে জাতির উদ্দেশে দেয়া এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ত্যাগ করেন তিনি।

গেল ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে তিনিই হলেন দেশটির প্রথম সম্রাট যিনি ক্ষমতার মেয়াদকাল পূর্ণ হওয়ার আগেই স্বেচ্ছায় সিংহাসন থেকে সড়ে দাঁড়ালেন।- খবর বিবিসি’র

বয়স ও অবনতিশীল স্বাস্থ্যের কারণে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না, এমন অনুভব করার কথা জানানোর পর ৮৫ বছরের বৃদ্ধ সম্রাটকে পদত্যাগ করার আইনি অনুমোদন দেয়া হয়।

বুধবার জাপানের নতুন সম্রাট হিসেবে দায়িত্ব দিবেন তার ছেলে ৫৩ বছর বয়সী যুবরাজ নারুহিতো; আর ওই দিন থেকে ৩১ বছরের হেইসেই যুগের অবসানের পর রেইওয়া বর্ষ গণনা শুরু করবে জাপানিরা।

রাজ প্রাসাদ থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সম্রাট আকিহিতো বলেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ যারা আমাকে তাদের সম্রাট হিসেবে মান্য করেছে ও সমর্থণ দিয়েছে। আমি জাপান ও বিশ্ববাসীর জন্য শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি।



ভাষণের সময়ে বৃষ্টি উপেক্ষা করে শত শত লোক রাজপ্রাসাদের সামনে উপস্থিত হয় বিদায়ী সম্রাটকে শুভেচ্ছা জানাতে।

সম্রাটের দায়িত্ব হস্তান্তর উপলক্ষ্যে গেল ২৭ এপ্রিল থেকে জাপানে ১০ দিনব্যাপী সাধারণ ছুটি শুরু হয়েছে। এতে গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ছুটি পেয়েছে জাপানিরা।

জাপানের সম্রাটদের কোনো রাজনৈতিক ক্ষমতা না থকলেও তারা অতি সম্মানের পাত্র ও দেশের জাতীয়তার প্রতীক হিসেবে বিবেচিত হন। 

কোন মন্তব্য নেই