একদিনের জন্য পুলিশের ডিসি দ্বাদশ শ্রেণির ছাত্রী!
কলকাতার গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসি পদে নিয়োজিত আছেন রাজেশ সিং। তার মেয়ে রিচা সিং দ্বাদশ শ্রেণির ছাত্রী। এবার জিডি বিরলা স্কুল থেকে আইএসসি পরীক্ষা দিয়ে তিনটা বিষয়ে ফুল মার্কস পেয়েছে রিচা।
আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের মধ্যে চতুর্থ হয়েছে গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসির মেয়ে। তার সাফল্যে গর্বিত কলকাতা পুলিশ।
শুধু তাই নয়। রিচাকে এর পুরস্কার স্বরুপ একদিনের জন্য ডিসি পদে বসানোর সিদ্ধান্ত নেন কলকাতা পুলিশ কমিশনার রাজেশ কুমার। রিচার জন্য সেই মাহেন্দ্রক্ষণটি ছিল গত বুধবার। রিচা এদিন সকালে বাবার সাথে কলকাতা পুলিশ দপ্তরে হাজির হয়। যথারীতি তাকে ডিসির দায়িত্ব বুঝিয়ে দেয় কলকাতা পুলিশের কর্মকর্তারা। এছাড়াও শহরের বিভিন্ন থানার ওসিরা নতুন ডিসিকে রিপোর্ট দিতে থাকেন। রিচা কয়েকটি ফাইলে সই ও করেন এবং দুটি থানাতে পরিদর্শনেও যান।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় ছয় ঘণ্টা থানায় ছিলেন রিচা। এদিন তাই দ্বাদশ শ্রেণির এই ছাত্রী তার নিজের বাবার বস ছিলেন। থানার অন্যান্য সহকর্মীরা, এতোদিন রিচা যাদের আঙ্কেল বলে ডেকেছেন, বুধবার তারাই রিচাকে ম্যাডাম বলে সম্বোধন করেছেন। এমন অভিজ্ঞতায় বেজায় খুশি রিচা নিজেও। মানছেন, এমন অভিজ্ঞতা তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের মধ্যে চতুর্থ হয়েছে গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসির মেয়ে। তার সাফল্যে গর্বিত কলকাতা পুলিশ।
শুধু তাই নয়। রিচাকে এর পুরস্কার স্বরুপ একদিনের জন্য ডিসি পদে বসানোর সিদ্ধান্ত নেন কলকাতা পুলিশ কমিশনার রাজেশ কুমার। রিচার জন্য সেই মাহেন্দ্রক্ষণটি ছিল গত বুধবার। রিচা এদিন সকালে বাবার সাথে কলকাতা পুলিশ দপ্তরে হাজির হয়। যথারীতি তাকে ডিসির দায়িত্ব বুঝিয়ে দেয় কলকাতা পুলিশের কর্মকর্তারা। এছাড়াও শহরের বিভিন্ন থানার ওসিরা নতুন ডিসিকে রিপোর্ট দিতে থাকেন। রিচা কয়েকটি ফাইলে সই ও করেন এবং দুটি থানাতে পরিদর্শনেও যান।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় ছয় ঘণ্টা থানায় ছিলেন রিচা। এদিন তাই দ্বাদশ শ্রেণির এই ছাত্রী তার নিজের বাবার বস ছিলেন। থানার অন্যান্য সহকর্মীরা, এতোদিন রিচা যাদের আঙ্কেল বলে ডেকেছেন, বুধবার তারাই রিচাকে ম্যাডাম বলে সম্বোধন করেছেন। এমন অভিজ্ঞতায় বেজায় খুশি রিচা নিজেও। মানছেন, এমন অভিজ্ঞতা তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
কোন মন্তব্য নেই