গাজায় ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও গাজায় ক্ষমতাসীন সরকার হামাস।
নিহতদের মধ্যে দুজন হামাসের সদস্য এবং দুজন গাজা সীমান্তে বিক্ষোভকারী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাংশ থেকে বন্দুক হামলায় দুই ইসরায়েলি সেনা আহত হয়েছিল। এর জবাবে গাজায় বিমান হামলা চালানো হয়েছে।
হামাস জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় তাদের সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া মধ্যগাজায় চালানো ওই হামলায় আহত হয়েছে আরো তিনজন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সীমান্তে সাপ্তাহিক বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের কাছে প্রায় পাঁচ হাজার ২০০ ফিলিস্তিনি বিক্ষোভ করছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আর জানানো হয়নি।
কোন মন্তব্য নেই