গুগল ফটোজে ‘আনলিমিডেট স্টোরেজ’
স্মার্টফোন স্টোরেজ বর্তমানে উল্লেখযোগ্য একটি বিষয়। বিশেষত সেসব স্মার্টফোনের রয়েছে বর্তমান সময়ের আধুনিক ও হাই রেজুলেশন ক্যামেরা। সময় ও যুগের সাথে পাল্লা দিয়ে উন্নয়ন ঘটছে ফোন ক্যামেরার এবং একই সাথে বাড়ছে স্টোরেজ চাহিদার। ছবির পাশাপাশি ফোন স্টোরেজে যুক্ত হচ্ছে হাই ডিফিনিশন ভিডিও ক্লিপস। ফুল এইচ-ডি কিংবা ফোর-কে মানের ভিডিও ধারণ করা সম্ভব বর্তমান সময়ের স্মার্টফোন ক্যামেরায়। ফলে স্মার্টফোনও যে ক্রমাগত একটি চলন্ত আর্কাইভ হয়ে উঠছে তা আর বলার অপেক্ষা রাখে না।
উপরন্তু বিষয়টি নতুন করে ভাবাচ্ছে ছবি পাগল মানুষদের। কারণ গুগল ড্রাইভের দেয়া বিনামূল্যের সীমিত স্টোরেজেও সংকুলান হচ্ছে না এত এত সব ইমেজ ও ক্লিপসের। ফলে বাধ্য হয়েই অনেকে ক্লাউড স্টোরেজের বাড়তি স্পেস নিতে সাবস্ক্রাইব করছে। কিন্তু যাদের সেই সামর্থ্য বা ইচ্ছে নেই, তাদের ক্ষেত্রে সমাধান কি?
গুগল ফটোজে এই সমস্যার কার্যকর একটি সমাধান রয়েছে। কেবল তাই-ই নয়, ছবি প্রতি ১৬ মেগাপিক্সেল পর্যন্ত আনলিমিটেড হাই-রেজুলেশন ইমেজ ও যেকোন হাই-ডেফিনিশন ক্লিপস গুগল ফটোজের ক্লাউড স্টোরেজে রাখতে পারবেন বিনা খরচে। এমনকি বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোর তোলা ফুল-এইচডি ভিডিও এবং ছবিও থাকবে সম্পূর্ণ অক্ষত। কিন্তু প্রশ্ন হচ্ছে অফুরন্ত এই স্টোরেজ সুবিধা কীভাবে সম্ভব? সেই প্রশ্নের উত্তর হাতে-কলমে দিতেই এই টিপস।
প্রথমে যা করণীয়
ফটোজের ‘আনলিমিটেড’ এই সুবিধা পেতে কোন ছবি বা ভিডিও কনভার্ট করে এর রেজুলেশন কমানোর প্রয়োজন নেই। ফটোজ অ্যাপ স্বয়ংক্রিয়ভাবেই আপলোডকৃত হাই-রেজুলেশনে ছবি ও ভিডিও কনভার্ট করে নেবে। এমনকি ছবি ও ভিডিওর রেজুলেশন বিন্দুমাত্র ক্ষয়-বৃদ্ধি না করে পরে ফিরে পাওয়া কিংবা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার সম্ভব।
যা যা প্রয়োজন:
গুগল ফটোজের সর্বশেষ ভার্সন (4.15 কিংবা আরও পরের)
পর্যাপ্ত ডেটাসহ সচল ইন্টারনেট সংযোগ।
এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. গুগল ফটোজ অ্যাপটি চালু করুন।
২. এবার উপরের দিকে ডান পাশে থাকা তিনটি আড়াআড়ি রেখাঙ্কিত বাটনে ট্যাপ করুন।
৩. Settings অপশনে যান।
৪. সামনে থাকা Back & sync অপশনটি টোগল করে চালু করে নিন।
৫. এবার Backup mode ট্যাপ করে সেখানে থাকা High quality অপশনটি বাছাই করুন।
৬. সবশেষে Back up device folders এ গিয়ে যেসব ফোল্ডার ফটোজে আপলোড করতে চান, সেগুলো বাছাই করে উপভোগ করুন গুগল ফটোজের আনলিমিটেড স্টোরেজ।
উপরন্তু বিষয়টি নতুন করে ভাবাচ্ছে ছবি পাগল মানুষদের। কারণ গুগল ড্রাইভের দেয়া বিনামূল্যের সীমিত স্টোরেজেও সংকুলান হচ্ছে না এত এত সব ইমেজ ও ক্লিপসের। ফলে বাধ্য হয়েই অনেকে ক্লাউড স্টোরেজের বাড়তি স্পেস নিতে সাবস্ক্রাইব করছে। কিন্তু যাদের সেই সামর্থ্য বা ইচ্ছে নেই, তাদের ক্ষেত্রে সমাধান কি?
গুগল ফটোজে এই সমস্যার কার্যকর একটি সমাধান রয়েছে। কেবল তাই-ই নয়, ছবি প্রতি ১৬ মেগাপিক্সেল পর্যন্ত আনলিমিটেড হাই-রেজুলেশন ইমেজ ও যেকোন হাই-ডেফিনিশন ক্লিপস গুগল ফটোজের ক্লাউড স্টোরেজে রাখতে পারবেন বিনা খরচে। এমনকি বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোর তোলা ফুল-এইচডি ভিডিও এবং ছবিও থাকবে সম্পূর্ণ অক্ষত। কিন্তু প্রশ্ন হচ্ছে অফুরন্ত এই স্টোরেজ সুবিধা কীভাবে সম্ভব? সেই প্রশ্নের উত্তর হাতে-কলমে দিতেই এই টিপস।
প্রথমে যা করণীয়
ফটোজের ‘আনলিমিটেড’ এই সুবিধা পেতে কোন ছবি বা ভিডিও কনভার্ট করে এর রেজুলেশন কমানোর প্রয়োজন নেই। ফটোজ অ্যাপ স্বয়ংক্রিয়ভাবেই আপলোডকৃত হাই-রেজুলেশনে ছবি ও ভিডিও কনভার্ট করে নেবে। এমনকি ছবি ও ভিডিওর রেজুলেশন বিন্দুমাত্র ক্ষয়-বৃদ্ধি না করে পরে ফিরে পাওয়া কিংবা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার সম্ভব।
যা যা প্রয়োজন:
গুগল ফটোজের সর্বশেষ ভার্সন (4.15 কিংবা আরও পরের)
পর্যাপ্ত ডেটাসহ সচল ইন্টারনেট সংযোগ।
এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. গুগল ফটোজ অ্যাপটি চালু করুন।
২. এবার উপরের দিকে ডান পাশে থাকা তিনটি আড়াআড়ি রেখাঙ্কিত বাটনে ট্যাপ করুন।
৩. Settings অপশনে যান।
৪. সামনে থাকা Back & sync অপশনটি টোগল করে চালু করে নিন।
৫. এবার Backup mode ট্যাপ করে সেখানে থাকা High quality অপশনটি বাছাই করুন।
৬. সবশেষে Back up device folders এ গিয়ে যেসব ফোল্ডার ফটোজে আপলোড করতে চান, সেগুলো বাছাই করে উপভোগ করুন গুগল ফটোজের আনলিমিটেড স্টোরেজ।
কোন মন্তব্য নেই