আইটেল আনল নতুন ফোরজি স্মার্টফোন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইটেল আনল নতুন ফোরজি স্মার্টফোন


ট্রানশান বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড আইটেল বাজারে আনল সাশ্রয়ী দামে নতুন ডুয়েল স্ট্যান্ডবাই ফোরজি স্মার্টফোন এ৪৬। ফোনটিতে থাকছে ২ জিবি র‍্যাম, ১৬ জিবি রম। ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরের ফোনটিতে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়েল এআই ক্যামেরা।

আইটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বরাবরই স্বল্প দামে অত্যাধুনিক প্রযুক্তির ফিচার দেওয়ার চেষ্টা করে থাকে। সে ধারাবাহিকতায় এ৪৬ মডেলের ফোনটি আনা হয়েছে। এতে ফেস আনলক সুবিধা, কাস্টমাইজড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তির আধুনিক ফিচার রয়েছে। সাড়ে পাঁচ ইঞ্চি এইচডিপ্লাস আইপিএস ফুলস্ক্রিন ডিসপ্লের ফোনটি অ্যান্ড্রয়েড পাই চালিত। ফোনটির দাম ৬ হাজার ৯৯০ টাকা।


ট্রান্সশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘ফোরজি ফোনের চাহিদার কথা মাথায় রেখেই সর্বাধুনিক প্রযুক্তির ফোন বাজারে আনা হয়েছে। এটি ক্রেতাদের পছন্দ হবে বলে আশা করছি।’ বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই