আফ্রিকায় খোঁজ মিলল বিশ্বের বৃহত্তম হীরক খণ্ডের! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আফ্রিকায় খোঁজ মিলল বিশ্বের বৃহত্তম হীরক খণ্ডের!



আফ্রিকার বতসোয়ানা থেকে উদ্ধার হল বিশ্বের বৃহত্তম হীরক খণ্ডের। বতসোয়ানার একটি খনি থেকে ১,৭৫৮ ক্যারাটের হিরেটি সম্প্রতি তোলা হয়েছে। এর চেয়ে বড় আকারের হীরার সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। 

কানাডার একটি মাইনিং কোম্পানি খননকার্য চালিয়ে হিরেটি উদ্ধার করে। মধ্য-পূর্ব বতসোয়ানার কারোয়ে খনি থেকে এটি উদ্ধার হয়। বৃহস্পতিবার উদ্ধার হওয়া এই হিরের ওজন ৩৫২ গ্রাম। উল্লেখ্য, সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ গুণগত মানের হীরে বতসোয়ানাতেই পাওয়া যায়।


কোন মন্তব্য নেই