চার বছরেও সংস্কার হয়নি ২০ গ্রামের মানুষ চলাচলের একমাত্র সেতু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চার বছরেও সংস্কার হয়নি ২০ গ্রামের মানুষ চলাচলের একমাত্র সেতু




কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও আশপাশের ২০ গ্রামের ৫০ হাজার মানুষের চলাচলের একমাত্র সেতুটি ভেঙ্গে পড়ার চার বছরেও সংস্কার হয়নি। এলাকাবাসীর উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

২০১৫ সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাকোর পাড় বিলের ওপর প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৩৬ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি। তবে, ঐ বছরেই বন্যার পানির তোড়ে সেতুটি ভেঙ্গে যায়। এতে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের ২০টি গ্রামের মানুষ ।

পরবর্তীতে এলাকাবাসীর উদ্যোগে কোনমতে বাঁশ ও কাঠ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সেতুটিতে কোনোরকমে বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে চলাচল করছে এলাকাবাসী। এতে, এলাকার লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না।

নিম্নমাণের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সেতুটি ভেঙ্গে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা বলেন, যখন ব্রিজের কাজ শুরু হয় তখনই তারা অনিয়মের অভিযোগ তোলেন। তারা এও বলেন, যে কাজ করা হচ্ছে তা খুবই নিম্নমাণের এবং এই ব্রিজ টিকবে না।



তবে, বন্যায় দুই পাশের মাটি সরে যাওয়ায় সেতুটি ভেঙ্গে পড়েছে বলে দাবি করেছেন প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা।

প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, 'বন্যার কারণে ব্রিজের দু’পাশের প্রশস্ততা বেড়ে যায় এবং ব্রিজের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ব্রিজটি ডেবে গেছে। তবে, ব্রিজটি যদি ৭০ থেকে ৮০ ফুট হতো তাহলে আর এই সমস্যা হতো না।'

সেতু ভেঙ্গে পড়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের। তিনি বলেন, নির্মাণের বছরেই সেটা ভেঙ্গে পড়ে। এখন তদন্ত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।'



এদিকে, দ্রুত সেতুটি পুনর্নির্মানের ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

কোন মন্তব্য নেই