সমুদ্রের প্লাস্টিক বর্জ্যে তৈরি শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি
শুক্রবার তাজ সমুদ্র হোটেলে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে বিশ্বকাপ জার্সি তুলে ধরতেই নতুন কিছু একটা চোখে পড়লো। জাতীয় পতাকা ও শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতীক সিংহের সঙ্গে জার্সির নিচে শোভা পাচ্ছে কচ্ছপের ছবি। কিছু সময় যেতেই জানা গেলো এই জার্সির অনন্য এক বিশেষত্বের কথা। সমুদ্র সৈকতে ফেলা প্লাস্টিকের বর্জ্য দিয়ে তৈরি হয়েছে শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি ও ট্রেনিং কিট।
শ্রীলঙ্কা ক্রিকেটের পোশাক স্পন্সর প্রতিষ্ঠান এমএএস হোল্ডিংস নিজ উদ্যোগে এই ‘পরিবেশবান্ধব’ জার্সি তৈরি করেছে। অভিনব এই উদ্যোগে তাদের সহায়তা করেছে দেশটির নৌবাহিনী। প্লাস্টিক দূষণের কারণে সামুদ্রিক প্রাণীদের বেশ কয়েকটি প্রজাতি বিলুপ্তির পথে। তাছাড়া সামুদ্রিক বাস্তুসংস্থানও পড়ছে হুমকির মুখে।
সমুদ্রের জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া রোধে এই অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে এমএএস হোল্ডিংস। দেশটির সৈকতে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা অপচনশীল দ্রব্য রিসাইকেল করার পর তা দিয়ে তৈরি ফেব্রিকসে এই জার্সি উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।
এমএএস হোল্ডিংসের চিফ অপারেটিং অফিসার সিরেন্দ্র লরেন্স বলেছেন, ‘সমুদ্রের প্লাস্টিক বর্জ্যে তৈরি পণ্য ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে তুলে ধরা হবে। এই আবিষ্কারে পারফরম্যান্সের পোশাকে নতুন মাইলফলক তৈরি করায় আমরা আনন্দিত।’ অনলঙ্কা, দ্য পেপার
শ্রীলঙ্কা ক্রিকেটের পোশাক স্পন্সর প্রতিষ্ঠান এমএএস হোল্ডিংস নিজ উদ্যোগে এই ‘পরিবেশবান্ধব’ জার্সি তৈরি করেছে। অভিনব এই উদ্যোগে তাদের সহায়তা করেছে দেশটির নৌবাহিনী। প্লাস্টিক দূষণের কারণে সামুদ্রিক প্রাণীদের বেশ কয়েকটি প্রজাতি বিলুপ্তির পথে। তাছাড়া সামুদ্রিক বাস্তুসংস্থানও পড়ছে হুমকির মুখে।
সমুদ্রের জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া রোধে এই অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে এমএএস হোল্ডিংস। দেশটির সৈকতে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা অপচনশীল দ্রব্য রিসাইকেল করার পর তা দিয়ে তৈরি ফেব্রিকসে এই জার্সি উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।
এমএএস হোল্ডিংসের চিফ অপারেটিং অফিসার সিরেন্দ্র লরেন্স বলেছেন, ‘সমুদ্রের প্লাস্টিক বর্জ্যে তৈরি পণ্য ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে তুলে ধরা হবে। এই আবিষ্কারে পারফরম্যান্সের পোশাকে নতুন মাইলফলক তৈরি করায় আমরা আনন্দিত।’ অনলঙ্কা, দ্য পেপার
কোন মন্তব্য নেই