গভীর জঙ্গলে ৪ নারী পুলিশের অভিযান, অতঃপর
সুযোগ পেলে মেয়েরাও যে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারে। সেই উদাহারণ আমাদের সামনে তুলে ধরলেন চার জন নারী পুলিশ সদস্য। ভারতের গুজরাত পুলিশের এই চার মহিলা অফিসার হলেন সন্তোক ওদেরা, নিতমিকা গোহিল, অরুণা গামেতি এবং সিম্মি মাল।
পুলিশের এন্টিটেরোরিস্ট গ্রুপের এই চার নারী সদস্য রাতের অন্ধকারে বোটাড জেলার দেবধারি জঙ্গলের গভীর ঢুকে অভিযান চালিয়ে ভোরের আগেই গ্রেপ্তার করেন প্রদেশটির কুখ্যাত সন্ত্রাসী জুসাব আল্লারাখাকে।
এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এই সময়।
এক বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল আল্লারাখা। একে ৪৭-সহ অন্যান্য স্বয়ক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযানে যান এই চার অফিসার। গ্রেপ্তারের পর ৪০ বছর বয়সের আল্লারাখাকে সিআইডি’র হাতে তুলে দিয়েছেন তারা।
জুনাগড়ের বাসিন্দা এই সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক খুন, অপহরণ এবং পুলিশের দিকে গুলি চালানোর মত মোট ২৩টি অভিযোগ রয়েছে।
পুলিশের এন্টিটেরোরিস্ট গ্রুপের এই চার নারী সদস্য রাতের অন্ধকারে বোটাড জেলার দেবধারি জঙ্গলের গভীর ঢুকে অভিযান চালিয়ে ভোরের আগেই গ্রেপ্তার করেন প্রদেশটির কুখ্যাত সন্ত্রাসী জুসাব আল্লারাখাকে।
এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এই সময়।
এক বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল আল্লারাখা। একে ৪৭-সহ অন্যান্য স্বয়ক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযানে যান এই চার অফিসার। গ্রেপ্তারের পর ৪০ বছর বয়সের আল্লারাখাকে সিআইডি’র হাতে তুলে দিয়েছেন তারা।
জুনাগড়ের বাসিন্দা এই সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক খুন, অপহরণ এবং পুলিশের দিকে গুলি চালানোর মত মোট ২৩টি অভিযোগ রয়েছে।
কোন মন্তব্য নেই