বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে হানিফ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে হানিফ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আগাম তথ্য পাওয়ায় ঘূর্ণিঝড় ফণীতে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে সর্বাত্মক প্রস্তুতি নেয়া সম্ভব হয়েছিল। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘুর্ণিঝড় ফণী’র বিষয়ে দলীয় মনিটরিং সেলের কর্মকা- পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।



হানিফ বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী তার রাষ্ট্র শাসনামলে সব দিকে দেশের উন্নয়ন করেছে। বিশেষ করে উন্নয়নের একটি বড় অংশ হচ্ছে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কারণেই গভীর সমুদ্রের ২ হাজার কিলোমিটার দূর থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের খবর আমাদের আবহাওয়া অধিদফতর সংগ্রহ করতে পেরেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আগাম তথ্য পাওয়ায় সরকারি ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের সব প্রতিষ্ঠান সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি জানান, প্রধানমন্ত্রী বিদেশে বসে সার্বক্ষণিক মনিটরিং করছেন। আওয়ামী লীগের মিডিয়া সেলে এখন পর্যন্ত ১০০টি কল এসেছে।
বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য উপাত্ত নেয়া হচ্ছে। ঘূর্ণিঝড় ফণী শেষ হলে ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের টিম যাবে এবং সরকার ও দলের পক্ষ থেকে তাদের পুর্ণবাসনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী রায়, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। 




কোন মন্তব্য নেই