গণধর্ষণ শেষে নার্সকে হত্যা, প্রতিবাদমুখর কিশোরগঞ্জ
স্বর্ণলতা পরিবহনের চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়া (২৪) কে গণধর্ষণ শেষে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে গতকাল দিনভর বিক্ষোভ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা শহর ছাড়াও বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে কেবল জেলা শহরেই পাঁচটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ মহিলা পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখা, বাম গণতান্ত্রিক জোট, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং সমকাল সুহৃদ সমাবেশ।
এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়কে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে। দীর্ঘ এই মানববন্ধনে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, ব্রাদার, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পৌর মেয়র মাহমুদ পারভেজ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচি থেকে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহিনুর আক্তার তানিয়ার পৈশাচিক হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আ. ছালাম ভূইয়া ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক তাদের বক্তব্যে বিশেষ ট্রাইব্যুনালে তানিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবি জানান।
বেলা ১১টার দিকে শহরের কালীবাড়ী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা মহিলা পরিষদ। কর্মসূচিতে জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচি থেকে তারা নার্স শাহিনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে তানিয়া ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শহরের গৌরাঙ্গ বাজার এলাকার স্টেশন রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। কর্মসূচিতে জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্যসচিব আবুল হাশেম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সমন্বয়ক নজরুল ইসলাম শাহজাহান, সিপিবি শহর শাখার সভাপতি অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, বাসদ নেতা অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ বক্তব্য রাখেন।
এছাড়া সমকাল সুহৃদ সমাবেশ শহরের কালীবাড়ী মোড়ে এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শহরের আখড়াবাজার ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচি থেকে পৈশাচিক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়।
এদিকে গ্রেপ্তার হওয়া বাসচালক মো. নূরুজ্জামান নূরু (৩৯), হেলপার মো. লালন মিয়া (৩২), মো. রফিকুল ইসলাম রফিক (৩০), মো. খোকন মিয়া (৩৮) এবং মো. বকুল মিয়া ওরফে ল্যাংড়া বকুল (৫০) এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার আদালত থেকে ৮দিন করে রিমান্ড মঞ্জুর হওয়ার পর ওইদিনই তাদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কিছু কিছু তথ্য যাচাই-বাছাইয়ে মাঠে কাজ করছে পুলিশ। এছাড়া পাঁচ আসামি গ্রেপ্তার হলেও এখনো ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অন্তত দুইজন আত্মগোপনে রয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে তানিয়াকে মৃত অবস্থায় কটিয়াদী হাসপাতালে রেখে পালিয়ে যাওয়া স্বর্ণলতা পরিবহনের পিরিজপুর কাউন্টারের সুপারভাইজার আল আমিন। তদন্তের স্বার্থে আরেকজনের নাম এখনই বলতে চাইছে না পুলিশ। তবে তাদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান।
কোন মন্তব্য নেই