প্রিন্স হ্যারির সন্তানকে নিয়ে রুচিহীন পোস্ট, বরখাস্ত বিবিসির সাংবাদিক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রিন্স হ্যারির সন্তানকে নিয়ে রুচিহীন পোস্ট, বরখাস্ত বিবিসির সাংবাদিক


একটি জামাকাপড় পরা শিম্পাঞ্জির ছবি শেয়ার করে টুইটারে লিখছেন, রাজপরিবারের শিশু হাসপাতাল ছাড়ছে। এরপরই রাজরোষে পড়তে হয়েছে বিবিসি সাংবাদিক ড্যানি বেকারকে। এ খবর দিয়েছে এনডিটিভি।



সোমবার দিনের শুরুতে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের ঘরে প্রথম সন্তান এসেছে। সাম্প্রতিক ইতিহাসে ব্রিটিশ রাজপরিবারে এই প্রথম মিশ্র বর্ণের একটি শিশুর জন্ম নিয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে আরচি।

বিবিসি রেডিও ফাইভ লাইভের সম্প্রচারক ড্যানি বেকারকে পরবর্তীতে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

টুইটারে বিবিসি জানিয়েছে, মানুষকে নিয়ে ধারনা করার ক্ষেত্রে এটা একটা বড় ভুল। আমরা যে মূল্যবোধকে প্রচার করতে চাই, এটা তার সম্পূর্ণ বিরোধী।

বিবিসি জানিয়েছে, ড্যানি অবশ্যই একজন মেধাবী সাংবাদিক। কিন্তু তিনি আর আমাদের সঙ্গে থাকছেন না।



মেগানের মা আফ্রিকান-আমেরিকান আর বাবা শ্বেতাঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগেও তাদের নিয়ে বর্ণবাদী মন্তব্য প্রচার করা হয়েছে।

কোন মন্তব্য নেই