লিভারপুলের ‘ম্যাগপাই’ পরীক্ষা আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লিভারপুলের ‘ম্যাগপাই’ পরীক্ষা আজ


বার্সেলোনায় বড় হারে চ্যাম্পিয়ন্স লীগ স্বপ্ন ধূসর লিভারপুলের। আজ আরেক পরীক্ষায় নামছে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লীগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে লিভারপুল। আর ম্যাগপাই খ্যাত নিউক্যাসলের বিপক্ষে ভোগান্তির স্মৃতি আছে অলরেডদের। শিরোপা জয়ের আশা টিকিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই লিভারপুলের। ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে এক পয়েন্ট এগিয়ে শীর্ষে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। আগামীকাল নিজেদের মাঠে লেস্টার সিটির মুখোমুখি হবে সিটিজেনরা।
হাতে বাকি দুই ম্যাচ।লিভারপুলের জার্মান কোচ ক্লপ আগেই বলেছেন, এই দুই ম্যাচে জয় চান তিনি। বার্সা ম্যাচ নিয়ে মোটেও ভাবছেন না লিভারপুল কোচ। ক্লপ বলেন, ‘বার্সার বিপক্ষে আমরা আরো ভালো করতে পারতাম, এটা হতো, ওটা হতো- এসব নিয়ে ভাবার কোনো সময় নেই। দেশে ফেরার পরই আমরা সব ভুলে গেছি। ছেলেদের মাথায় এখন কেবল নিউক্যাসল ম্যাচটাই ঘুরছে।’
মৌসুমের প্রথম দেখায় নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। এবার প্রতিপক্ষের মাঠে ওমন একটি পারফরমেন্স দেখাতে চায় অলরেডরা। ক্লপ বলেছেন, ‘ছেলেরা একেবারে তেতে আছে। যখন আপনি শিরোপা রেসে থাকবেন, তখন ক্লান্তি আপনাকে ছুঁতে পারবে না।’ 
তবে ‘ম্যাগপাই’ খ্যাত নিউক্যাসল ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে লিভারপুলের বিপক্ষে শেষ ৭ ম্যাচে ৪ জয়, দুই ড্র ও একটিতে হেরেছে। দলটির কোচের দায়িত্বে আছেন লিভারপুলেরই সাবেক কোচ রাফায়েল বেনিতেজ। গত বছর নিউক্যাসলের কোচ হওয়ার পর দলটিকে দ্বিতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লীগে উঠিয়ে আনেন অভিজ্ঞ এই স্প্যানিয়ার্ড কোচ। ৪২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে রয়েছে নিউক্যাসল। জানুয়ারির শেষ দিকে শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল তারা।
নিউক্যাসলের বিপক্ষে লিভারপুলের শেষ দুটি ম্যাচে গোল করেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে ২১ গোল করে প্রিমিয়ার লীগের সর্বাধিক গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতার দৌড়ে এগিয়ে এই মিশরীয় তারকা। ২০ গোল নিয়ে সালাহর পেছনে রয়েছেন তার ক্লাব সতীর্থ সাদিও মানে ও ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো।
১৯৯০ সালে সর্বশেষ ইংল্যান্ডের প্রথম বিভাগ ফুটবলের শিরোপা জিতেছিল লিভারপুল। প্রিমিয়ার লীগ ফরম্যাটের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। গত ২৯ বছরে বেশ কয়েকবার সম্ভাবনা তৈরি করে ব্যর্থ হয় দলটি।

কোন মন্তব্য নেই