বিপুল টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিপুল টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের



জালিয়াতি করে ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া ইউক্রেনের ছয় নাগরিক আন্তর্জাতিক ডিজিটাল জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। বাংলাদেশে জালিয়াতি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে তার আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেন, ‘গ্রেপ্তারকৃত ছয়জন আট দিন মেয়াদের ভিসা নিয়ে ৩০ মে বাংলাদেশে আসে। একাধিক ব্যাংকের ৩০টি এটিএম কার্ড এবং জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের মাস্ক, ক্যাপ, চশমা, মোবাইল ও আইপ্যাডও তারা সঙ্গে আনে। ১ জুন রাত ৮টা ৫ মিনিটে খিলগাঁও তালতলা মার্কেটের বিপরীতে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে অর্থ আত্মসাৎ করার সময় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।’



গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, আমাদের কাছে আগেই তথ্য ছিল ইউক্রেনের নাগরিকরা এ দেশে আসছে। যারা বিভিন্ন সময় জালিয়াতির সঙ্গে জড়িত ছিল। তারই অংশ হিসেবে একাধিক ব্যাংকের কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়। গ্রেপ্তারকৃতরা এ দেশে আসে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার জন্য। উত্তর কোরিয়ার একটি জালিয়াত চক্রের সদস্যও তারা। গ্রেপ্তারকৃত ছয়জন বিভিন্ন সময় জালিয়াতি করার অপরাধে গ্রেপ্তার হয়েছিল। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদে এ দেশে আর কেউ লুকিয়ে আছে কি না তা বের করা হবে।

গ্রেপ্তারকৃতরা হলো- ভ্যালেনটাইন, ওলেগ, ডেনিস, নাজেরি, সারগি ও ভোলোবিহাইন। তারা ইতোমধ্যে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে।


কোন মন্তব্য নেই