কঠোর হচ্ছে গুগল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কঠোর হচ্ছে গুগল





গুগল সম্প্রতি জানিয়েছে ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতাকে আরও সুখকর করতে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতে কোম্পানিটি নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছে।



গুগলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কেইথ এনরাইট বলেন, আমরা আমাদের সব পণ্য ও পরিষেবাগুলোতে গোপনীয়তা ও সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য নজরদারি বাড়িয়েছি।

আমাদের সেবাপণ্যগুলোতে নতুন নতুন ফিচার যুক্ত করতে বিনিয়োগ বাড়িয়েছি যাতে ব্যবহারকারীরা তাদের অনলাইনে থাকা তথ্যগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।



গুগল তাদের ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতে নতুন যে পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে রয়েছে গুগল অ্যাকাউন্ট ও এর প্রধান পরিষেবাগুলোতে ওয়ান-ট্যাপ। এছাড়া গুগল সার্চ এবং ম্যাপের মতো গুগলের জনপ্রিয় পরিষেবায় ছদ্মবেশী মোড যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে কোম্পানিটি।

কোন মন্তব্য নেই