সবাই একযোগে আড়ংকে বর্জন করুন রাব্বানী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সবাই একযোগে আড়ংকে বর্জন করুন রাব্বানী



আড়ংকে জরিমানা করার পরপরই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সোমবার (৪ জুন) দিনগত রাত সোয়া দুইটায় তিনি ফেসবুকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।



ছাত্রলীগ সাধারণ সম্পাদক তার ফেসবুকে লেখেন, ‘৭৩০ টাকার পাঞ্জাবি ১৩০৭ টাকায় বিক্রয়! আড়ং উত্তরাকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বপরায়ণ উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। ঈদ উপহার হিসেবে তিনি একদিনেই ঢাকা থেকে খুলনা বদলি! অথচ উনি যদি কিছু নগদ নারায়ণ নিয়ে ভোক্তাদের বোকা বানাতে আড়ংয়ের অপকর্ম এড়িয়ে যেতেন, তাহলে আর এই সততার বিনিময়ে কপালে এই অপমান জুটত না। যাই হোক, আড়ং তার হ্যাডাম দেখিয়েছে, এবার গণমানুষ তথা ভোক্তাদের পালা... সবাই একযোগে আড়ংকে বর্জন করুন এবং জনস্বার্থে মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে পূর্ণ ক্ষমতায় স্বপদে বহাল রাখতে আওয়াজ তুলুন। দেশে ফিরলে আমি এই গুরুতর অন্যায়ের বিষয়ে নেত্রীকে অবহিত করব। কেন এবং কাদের ইন্দনে তাকে স্ট্যান্ড রিলিজ করা হলো। এটা শেখ হাসিনার বাংলাদেশ, অন্যায় বরদাস্ত করা হবে না!’



সোমবার (৩ জুন) রাজধানীর উত্তরায় আড়ংয়ের শোরুমে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করার পরপরই উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী এখন তার নতুন কর্মস্থল সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা জোন।এরপর মঙ্গলবার সকােল সেই আদেশটি স্থগিত হওয়ায় স্বপেদ বহাল থাকেছন তিনি।-গো নিউজ২৪

কোন মন্তব্য নেই