ঈদযাত্রায় চলন্ত ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়লেন এক মহিলা যাত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈদযাত্রায় চলন্ত ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়লেন এক মহিলা যাত্রী

স্বজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেন শিডিউলে বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই ভোগান্তি আরো বাড়িয়েছে দফায় দফায় বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েই কমলাপুর থেকে ট্রেনের ছাদে চেপেছেন অনেকেই।



এমন অবস্থায় রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়া চলন্ত এক ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পরেন এক মহিলা যাত্রী। বৃষ্টির কারণে ট্রেনের ছাঁদ পিচ্ছিল হওয়ায় তিনি ভারসাম্য রাখতে না পেরে ছিটকে পরেন। তবে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

যাত্রীচাপ বেশি থাকায় সকালে আড়াই ঘণ্টা দেরিতে ছেড়েছে রাজশাহীগামী ধুমকেতু এবং খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। দেরিতে ছেড়েছে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন। অস্বাভাবিক যাত্রীচাপের কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে রংপুর এক্সপ্রেস ও লালমনি ঈদ এক্সপ্রেস।



এদিকে, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড়। তবে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে প্রতিটি রুটের বাস। আর বৈরি আবহাওয়ায় সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই