ঈদের ছুটিতে বিয়ের ধুম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈদের ছুটিতে বিয়ের ধুম


ঈদের ছুটি কাজে লাগাতে গত তিন দিন ধরে দেশ জুড়ে বিয়ে উৎসব অব্যাহত রয়েছে। প্রতিদিনই শত শত বাড়িতে চলছে জুটি বাধানোর বর-কণের বিয়ে উৎসব। ঘর থেকে রাস্তায় বের হলেই দেখা মিলছে বিয়ে উৎসবের।


এ আয়োজনের প্রধান মেহমান বরকে বরণের জন্য মাঝে মাঝে চোখে পড়বে সাজানো দৃষ্টিনন্দন গেইট। সারা দেশ জুড়ে চলছে এই উৎসব।
সারা বছরই কম বেশি সবার কাজ থাকলেও ঈদ উপলক্ষে  কাজ বন্ধ থাকে। ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মরত সরকারি-বেসরকারি চাকরিজীবীরাও ছুটিতে বাড়িতে আসেন। সবাইকে এক সঙ্গে পাওয়ায় ঈদে বিয়ের আয়োজন চলে।


সেই সুবাদে শুক্রবার কে বেছেনিয়ে বিয়ে আয়োজন । ঈদের সময় করা বাজার-সদাই সাথে বিয়ের বাজার সদাই  দিয়ে এক অনন্য আয়োজনও হলো। তাই স্বাচ্ছন্দ্যেই হয়ে গেল সব। তার সাথে বিয়ে আয়োজন, মেহমান বরন এক সুন্দর সমন্বয় ।


কোন মন্তব্য নেই