৩ টপ অর্ডার হারালো শ্রীলঙ্কা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩ টপ অর্ডার হারালো শ্রীলঙ্কা


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আর বোলিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই আউট!


শ্রীলঙ্কার বাঁচা-মরার ম্যাচে প্রথম বলেই করুণারত্ন আউট হয়ে দলকে বিপদে ফেলে দেন। আউট হওয়ার ধরনটাও ছিল ভীষণ অদ্ভুত। লেগ স্টাম্পের বল খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন দ্বিতীয় স্লিপে।

পরে ভালোই শুরু করেছিলেন পেরেরা-আভিষ্কা ফার্নান্দো। ওভারে গড়ে ছয়ের ওপরেই রান তুলছিলেন দুজন। কিন্তু ১০ম ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন ৩০ রান করা ফার্নান্দো। একওভার পরেই প্রিটোরিয়াসের বলে বোল্ড হয়ে যান পেরেরা। ফেরার আগে করেন ৩০ রান।

সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে দলটি।

কোন মন্তব্য নেই