মুসলিম যুবককে হত্যার ঘটনায় উত্তাল ভারত, বিচারের আশ্বাস দিলেন মোদী
ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড আঘাতে মস্তিষ্কে রক্তক্ষরণে তাবরেজের মৃত্যু হয়েছে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ১৮ জুন মোটর সাইকেল চুরির অভিযোগে তাবরেজ আনসারীকে বেধড়ক মারধর করে উগ্রপন্থীরা। আদালতের নির্দেশে চারদিন কারাগারে থাকার পর রোববার হাসপাতালে তার মৃত্যু হয়।
এরমধ্যেই, সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

কোন মন্তব্য নেই