বায়তুল মোকাররমে ঈদ জামাতে হাজার হাজার মুসল্লি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বায়তুল মোকাররমে ঈদ জামাতে হাজার হাজার মুসল্লি

 বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন।

বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এর পরে আরো দুটি জামাত হওয়ার কথা রয়েছে।

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

দ্বিতীয় জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেম ও তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুশতাক আহমাদ ইমামতি করেন।

প্রথম জামাতে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন।

দ্বিতীয় জামাতের সময় বিপুল সংখ্যক মুসল্লিকে মসজিদের বাইরে নামাজের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বংশাল থেকে বায়তুল মোকররমে দ্বিতীয় জামাতে অংশ নিয়েছেন আহমদ বিন আজিজ। তিনি রাইজিংবিডিকে বলেন, আমরা পুরনো ঢাকার বাসিন্দা। প্রতিবছর ঈদের নামাজ বায়তুল মোকারমে পড়ি।

নামাজ শেষে মোনাজাতে মুসল্লিরা আল্লাহর কাছে মাফ চান। বাবা-মাসহ আত্মীয়দের জন্য দোয়া করেন। এছাড়া, মোনাজাতে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়।

দ্বিতীয় জামাতের পর বায়তুল মোকাররম মসজিদের খাদেম আবদুল জলিল জানান, প্রথম জামাতে প্রায় ২০ হাজারের মুসল্লি নামাজ পড়েছেন। দ্বিতীয় জামাতেও প্রায় ১৮ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।

কোন মন্তব্য নেই