বাংলাদেশের জার্সি পরে খেলা দেখলেন অস্কারজয়ী টিলডা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশের জার্সি পরে খেলা দেখলেন অস্কারজয়ী টিলডা



হলিউডের মার্ভেল ইউনিভার্সের 'ডক্টর স্ট্রেঞ্জ' সিরিজ বা অ্যাভেঞ্জার্স সিরিজ যারা দেখেছেন নিশ্চয়ই টিলডা সুইটসনকে তারা ভালোভাবেই চেনেন। সুপার হিরো ঘরানার এই চলচিত্রগুলোতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। ব্রিটিশ এই অভিনেত্রী ২০১৭ সালে 'মাইকেল ক্লেটন' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জেতেন একাডেমী অ্যাওয়ার্ডও (অস্কার)।

এদিকে এবার নতুন করে আলোচনায় উঠে এলেন টিলডা। যদিও কোনো চলচিত্রের জন্য নয়। বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপের জার্সি পরিহিত তার একটি ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

গতকাল (বুধবার) লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড মাঠে বসে উপভোগ করেন টিলডা। ব্রিটিশ হলেও এসময় টাইগারদের জার্সি গায়ে মাশরাফিদের সমর্থন দিতে দেখা যায় তাকে। জানা গেছে, বাংলাদেশ সফরেও এসেছিলেন এই অভিনেত্রী। দুইবার বাংলাদেশের ভ্রমণ করে গেছেন তিনি।



উল্লেখ্য, জনপ্রিয় এই অভিনেত্রী ডক্টর স্ট্রেঞ্জ ও অ্যাভেঞ্জার্স ছাড়াও শেষ তিন দশকে অ্যাডাপ্টেশন, কনস্টানটিন, অনলি লাভার্স লেফট এলাইভসহ বেশ কিছু বিখ্যাত চলচিত্রে কাজ করেছেন।

সূত্র: জাগোনিউজ

কোন মন্তব্য নেই