ধাক্কা খেলেন
বাংলাদেশের বিপক্ষে ৯২ বলে শতক তুলে নেন জেসন রয়। এর মধ্যে ১২ টি চারের মার ও একটি ওভার বাউন্ডারি। এটি বিশ্বকাপে রয়ের প্রথম শতক। এছাড়া ক্যারিয়ারের ৯ম শতক। রয়ের এই শতক নিয়ে বিশ্বকাপে ১১ তম শতক হলো ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে।
এদিকে শতক হাঁকিয়েই যেন অন্যরকম এক উদযাপনে মেতেছেন এই ইংরেজ ব্যাটসম্যান। রান নিয়ে দৌঁড়ে যাচ্ছিলেন রয়। সামনেই দাঁড়িয়ে আম্পায়ার জোয়েল উইলসন। না দেখেই তার সঙ্গে ধাক্কা খেলেন রয়।
তাতে মাটিতে পড়ে গেলেন জোয়েল। এ নিয়ে খেলা চলা অবস্থায় চলে হাস্যরস। জোয়েলের গায়ে নিজেও পড়লেন রয়। পরে তিনিই টেনে তুললেন ওয়েস্ট ইন্ডিয়ান ওই আম্পায়ারকে। এ সময় এগিয়ে এলেন বাংলাদেশি ব্যাটসম্যান সৌম্য সরকারও।
রয়ের ধাক্কায় পড়ে গেলেও এটাকে খেলার অংশ হিসেবেই নিয়েছেন জোয়েল। দুজনকেই হাস্যজ্জ্বল দেখা গেছে ওই সময়।
এদিকে শতক হাঁকিয়েই যেন অন্যরকম এক উদযাপনে মেতেছেন এই ইংরেজ ব্যাটসম্যান। রান নিয়ে দৌঁড়ে যাচ্ছিলেন রয়। সামনেই দাঁড়িয়ে আম্পায়ার জোয়েল উইলসন। না দেখেই তার সঙ্গে ধাক্কা খেলেন রয়।
তাতে মাটিতে পড়ে গেলেন জোয়েল। এ নিয়ে খেলা চলা অবস্থায় চলে হাস্যরস। জোয়েলের গায়ে নিজেও পড়লেন রয়। পরে তিনিই টেনে তুললেন ওয়েস্ট ইন্ডিয়ান ওই আম্পায়ারকে। এ সময় এগিয়ে এলেন বাংলাদেশি ব্যাটসম্যান সৌম্য সরকারও।
রয়ের ধাক্কায় পড়ে গেলেও এটাকে খেলার অংশ হিসেবেই নিয়েছেন জোয়েল। দুজনকেই হাস্যজ্জ্বল দেখা গেছে ওই সময়।
কোন মন্তব্য নেই