ভিসা ছাড়াই ইরানে সফর করতে পারবেন চীনা নাগরিকরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভিসা ছাড়াই ইরানে সফর করতে পারবেন চীনা নাগরিকরা

ভিসা ছাড়াই ইরানে সফর করার সুবিধা পাবেন চীনের নাগরিকরা। এ বিষয়ে ইরান সরকার নতুন একটি আইন পাস করেছে। 
নতুন এই আইন অনুযায়ী, ইরান সফরের ক্ষেত্রে চীনা পর্যটকদেরকে ভিসা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে না। শনিবার ইরানের প্রেসিডেন্টের দফতরের জনসংযোগ কার্যালয় এক রিপোর্টে জানিয়েছে, গত ২৩ জুন ইরানি মন্ত্রিসভা এ আইন পাস করেছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থাগুলোর পক্ষ থেকে সরকারকে এ বিষয়ে পরামর্শ দেয়া হয়েছিল।
সরকার বিষয়টি বিবেচনায় নিয়েছে। ভিসামুক্ত সুবিধা দেয়ার পর ধারণা করা হচ্ছে- ইরানে চীনা ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে।
সূত্র: জাগো নিউজ২৪

কোন মন্তব্য নেই