পাকিস্তানের সম্ভাবনা কঠিন করে দিল ইংল্যান্ড! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তানের সম্ভাবনা কঠিন করে দিল ইংল্যান্ড!





নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। এই জয়ে ইংল্যান্ড নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারে ওঠে। আর সমান ম্যাচে ১১ পয়েন্ট চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচের হারে নিউজিল্যান্ডের সেমিতে খেলা এখনো নিশ্চিত হয়নি। তবে পাকিস্তানের তুলনায় তারা অনেকটাই এগিয়ে রয়েছে। বলা যায় পাকিস্তানের জন্য অসম্ভবও। কিউইদের নেট রান রেটে পেছনে ফেলে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে অন্তত ৩১৬ রানে হারাতে হবে পাকিস্তানকে।

অবশ্য এরই মধ্যে অস্ট্রেলিয়া ১৪ ও ভারত ১৩ পয়েন্ট সেমিতে খেলা নিশ্চিত করে। তাদের আরো একটি করে ম্যাচ বাকি। 



এদিন ইংল্যান্ড ১১৯ রানের বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে।

ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড গড়ে ৩০৫ রান। জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৮৬ রানে।


কোন মন্তব্য নেই