গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ সীমিত করার নির্দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ সীমিত করার নির্দেশ



পাওনা টাকা আদায়ে গ্রামীণফোন ও রবির উপর কঠোর হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।



১৩ হাজার ৪৪৭ কোটি টাকা বকেয়া পাওনা আদায়ে শীর্ষ দুই মোবাইল অপারেটরকে আজ (বৃহস্পতিবার) ব্যান্ডউইথ সীমিত করার নির্দেশ দিয়েছে।

এর ফলে গ্রামীণফোন ও রবির ইন্টারনেট সেবাদানের সক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিটিআরসির হিসাব অনুযায়ী, মে মাস শেষে দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ছিল ১৬ কোটির কিছু বেশি। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক প্রায় ৭ কোটি ৪৮ লাখ। আর রবির গ্রাহক ৪ কোটি ৭৭ লাখ।

গ্রামীণফোনের কাছে পাওনা প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা। আর রবির কাছে পাওনা প্রায় ৮৬৭ কোটি টাকা। চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ পাওনার হিসাব তুলে ধরেন। ওই সময় তিনি চিঠি প্রদানের কথাও বলেন।



এদিকে ইন্টারনেট গেইটেওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে ব্যান্ডউইথ সীমিত করার নির্দেশ দেওয়ার ফলে গ্রামীণফোনের জন্য বরাদ্দ ব্যান্ডইউথ ক্যাপাসিটি ৩০ শতাংশ এবং রবির ক্ষেত্রে ১৫ শতাংশ সীমিত হবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই