‘যে ডিম দিয়ে দুমুঠো ভাত খাই তাও এখন ১০ টাকা’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘যে ডিম দিয়ে দুমুঠো ভাত খাই তাও এখন ১০ টাকা’



বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫২৫ থেকে ৫৫০ টাকা। খাসির মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি। দেশি আর পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে চড়া দামে। আর ভালো মাছ কিনতে গেলেও গুনতে হয় ৫০০ থেকে ৭০০ টাকা। সেখানে সাধারন খেটে খাওয়া গরীব মানুষের একটু আমিষের চাহিদা পূরণের মাধ্যম হচ্ছে ফার্মের মুরগি আর ডিম। এবার সেই ডিমেও লেগেছে আগুন।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, শেওড়াপাড়া, কল্যাণপুর ও আজিমপুর বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন দোকানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা হালি। এক পিস ডিম কিনতে গেলে দিতে হয় দশ টাকা।



মিরপুরের মনিপুরের আদি স্টোরে ডিম কিনতে আসা গোফরান সাহেব বলেন, রমজানে প্রতি পিস ডিম কিনেছি ৭ টাকা পিস এখন তা কিনতে হচ্ছে ১০ টাকায়। একপিস ডিমে যদি এক মাসের ব্যবধানে ৩ টাকা বাড়ে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে চলবে? যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে সেভাবে তো আর বেতন বাড়ছে না।

কাওরান বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকা ডজন। দাম বাড়ার বিষয়ে এক ব্যাবসায়ী বলেন, বাজারে ডিমের চাহিদা বেশি, সে তুলনায় ডিমের জোগান কিছুটা কম। যে কারণে ডিমের দাম বাড়ছে।

বাসায় ফেরার সময় এক রিকশাচালক বলেন, মামা যেভাবে দাম বাড়ছে তাতে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি। সব কিছুরই দাম বেড়েছে। মাছ মাংস তো কিনতেই পারি না, যে ডিম দিয়ে দুমুঠো ভাত খাই তাও এখন ১০ টাকা।



এদিকে ঈদের পর থেকে ক্রমান্বয়ে বেড়েই চলেছে বিভিন্ন শাক-সবজির দাম। বাজারে পেঁপে, পটল ও ঢেঁড়সের দাম কিছুটা কম হলেও অধিকাংশ সবজির দাম বেশি। বাজারে পটল ও ঢেঁড়স কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। শিম বাজার ভেদে পাওয়া যাচ্ছে ৬০-৭০ টাকায়। আর প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি।

এছাড়া কাঁকরোলও বিক্রি হচ্ছে একই দামে। গত সপ্তাহে যে বেগুনের দাম ৩৫ থেকে ৪০ টাকা ছিল তা এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া শসা টমেটো গাজর একই দাম ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহের মতোই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। আর সেই আগের মতই ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। আর সেই আগের মতই চড়া দামে বিক্রি হচ্ছে আদা ও রসুন। রসুন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৪০টাকায়। আদা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৮০ টাকায়।


কোন মন্তব্য নেই