ভারতের বিপক্ষে চার পেসার নিয়ে নামবে টাইগাররা! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতের বিপক্ষে চার পেসার নিয়ে নামবে টাইগাররা!





টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত। ম্যাচটি হবে বার্মিংহামের এজবাস্টনে। মাঠের আয়তন নিয়ে চিন্তায় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। বার্মিহামের মাঠ আয়তনে ছোট। আর এই বিষয়টি সামনে রেখেই একাদশে স্পিনার কমানোর চিন্তা-ভাবনা করছে টাইগার টিম ম্যানেজমেন্ট। জানা গেছে, চার পেসার নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের নামার আগে একাদশে একাধিক পরিবর্তন আনার সম্ভাবনা ছিল আগে থেকেই। মাহমুদউল্লাহ রিয়াদ ফিটনেস টেস্টে না টিকলে তার পরিবর্তে খেলা নিশ্চিত সাব্বির রহমানের। কিন্তু এখন একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজেরও।


শুধুমাত্র গেম প্লেনের কারণেই একাদশ থেকে ছিটকে যেতে পারেন মিরাজ। তাতে একজন বেশি পেসার নিয়ে খেলতে পারে টাইগাররা। আর তার জন্য ভারতের ব্যাটিং লাইনআপের বিপক্ষে দলের আস্থা রুবেলের ওপরেই। ভারতের বিপক্ষে আজ তাই বাংলাদেশ একাদশে রুবেল হোসেনের ফেরা প্রায় শতভাগ নিশ্চিত। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন, মিরাজের পরিবর্তে একাদশে ফিরতে যাচ্ছেন রুবেল হোসেন। 

কোন মন্তব্য নেই