অ্যান্ড্রয়েড লাইসেন্স ফিরে পেল হুয়াওয়ে
হুয়াওয়ের সাথে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চুক্তি বাতিল করেছিল গুগল। দেড় মাস পর আবার নতুন করে লাইসেন্স পেল হুয়াওয়ে। এর ফলে হুয়াওয়ে ফোন ব্যবহারে কোন ধরনের সমস্যা থাকছে না।
শনিবার (২৯ জুন) জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি২০ শীর্ষক সম্মেলনে পর হুয়াওয়ের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার কৃরে নিয়েছেন বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প। এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা চালিয়ে যেতে পারবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরই মার্কিন টেক জায়ান্ট গুগল নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে শুরু করেছে। গুগল জানিয়েছে, তারা হুয়াওয়ে স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ব্যবহারের লাইসেন্স ফিরিয়ে দিচ্ছে।
মোবাইলের পাশাপাশি টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রযুক্তির বাজারেও হুয়াওয়ের অবস্থান শক্তিশালী৷ তবে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ডিভাইসে চীনের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য সরবরাহের জন্য গোপন সফটওয়্যার ব্যবহার করছে বলে দাবি করে আসছে ট্রাম্প সরকার। এর প্রক্ষিতে গত দেড় মাস আগে যুক্তরাষ্ট্রের সাথে হুয়াওয়ের সব ধরনের ব্যবসা বন্ধ করে দেয় ট্রাম্প। অবশেষে জি২০ শীর্ষক সম্মেলনের মধ্যে দিয়ে সব ধরনের ঝামেলার অবসান ঘটে। এখন থেকে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ব্যবসা করা নিয়ে কোন ধরনের বাধা থাকছে না।
কোন মন্তব্য নেই