মাদ্রাসাছাত্রী নুসরাতকে যৌন হয়রানির মামলাও ট্রাইব্যুনালে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাদ্রাসাছাত্রী নুসরাতকে যৌন হয়রানির মামলাও ট্রাইব্যুনালে



বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির মামলাটিরও বিচারকাজ এখন থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলবে।

গতকাল বুধবার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে মামলার তদন্ত কমকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহআলম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে একমাত্র আসামি করে এ অভিযোগপত্র জমা দেন।


আজ বৃহস্পতিবার শুনানি শেষে মামলাটি গ্রহণ বা বাতিল করার এখতিয়ার না থাকায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনজীবী।

সূত্র: NTV

কোন মন্তব্য নেই